Ads
Bangla_Rap_song

আতংক | Atongko| Bangla rap song 2020|GxP|Banglalyrics580|

Atongko ( আতংক ) lyrics By Gxp In Bengali :

SONG INFO
song : Atongko
artist : GxP

lyrics : GxP
Music Produce: Zideon
Record level: Mac Production

Atongko By Gxp Rap Song Lyrics In Bengali : 

এই..

GxP
Underrated Bangladesh
এই এই এই
বাংলাদেশ তোমার  আমার  ১৮ কোটি মানুষের নাম
স্বাধীন এই দেশেতো সবাই স্বাধীন তবু প্রতিবাদের নাই কোনো দাম
৭০ দশক থেইকা দিতাছে প্রাণ
আজ ২০২০ সালেও অবধারিত
অন্যায়ের বিরুদ্ধে মাথা উচা করলে
পরের দিন পাওয়া যায় মাথাহীন দেহ
গণতন্ত্রের নামে ষড়যন্ত্র মানে
ভদ্র মানুষ করে দুর্নীতি
আজকে অমুক মরলে ভাইরাল থাকে ২ মাস পরে  হইয়াযায় তা সব সৃতি
এইভাবে ছিলছিলা চলতাছে প্রতিদিন
হয়তাছে কত মার বুক খালি
আর আমরা শুধু দেইখা মজা নিতে পারি
দিতে পারি  জোরে হাত তালি
থাম চিন্তা কর শিক্ষা তর অর্জন কইরা হইছে লাভটা কি?
আমি যদি আমার দিকটা ঠিক থাকলেই চলে আর লাগে কি
তাইলেইতো হওয়াটা স্বভাবিক
অন্যায় ব্যাবিচার সিন চারিদিক
মার আগে তর নিজের ভিতরের জানোয়ার
পরে বুঝবি কোনটা ঠিক বেঠিক
ভাই দুঃখ
আমার একটা জায়গাতেই ভালো মানুষের কেউ দামই দেয় না।
একজন যদি বেড় হয় হরিণের বেশে
১০ জন হইয়া যায় হিন্স্র হায়না
যায় না কেউ জবাব দিতে মরার ভয়ে
হিতে যদি হইয়া যায় বিপরীত
আর এইরকম ধারণার কারণেই আতংক ছাড়বনা মানুষরে কোনদিন
ভয়
ভয়
ভয়
মনে মনে
কেনো
ভয়
ভয়
ভয়
জনে জনে
কেনো
ভয়
ভয়
ভয়
মনে মনে অধিকার হারিয়ে মুখ বুঝে সবই সয় কেনো
ভয়
ভয়
ভয়
মনে মনে
কেনো
ভয়
ভয়
ভয়
জনে জনে
কেনো
ভয়
ভয়
ভয়
মনে মনে প্রতিবাদ করেনা দেহ হয়ে যাবে ক্ষয় কেনো
আতংক আর কতো ক্ষত বিক্ষত দেহে দুখের দাগ
দৃশ্যহীন দেখেনা দুনিয়া দুচোখে দৃষ্টি দৃশ্যমান
দুঃস্বপ্ন দিবারাত্রি দেখে কাদে তবু করেনা প্রতিবাদ
সত্যি কথা বলতে লাগে যদি ভয় কেন তাইলে চান আবার অধিকার অধিকার
প্রাপ্য যা পাইবেন তা চাওয়ার কি আছে কন?
না দিলে জোর কইরা নিতে হইবো দিতে হইবো
মুখের উপর করা জবাব সবার অন্যায়ের বিরুদ্ধে লরতে হইবে
গড়তে হইবো সুন্দর এক সুশীল সমাজ
সবার একসাথে মিল্লা হাল ধরতে হইবো
তারপর দেখা  যাইবো কেডা ধর্ষণ করে
কেডা দংশ করে নিজের দেশের সম্পদ
দেশে কিসের সংকট যদি ঐক্যবদ্ধ থাকে
জনতা লাগে না কোনোকিছু
পিছু সইরা যাইতে আমরা শিখি নাই বাঙালি
শিখি নাই তো করতে মাথা নিচু
কিন্তু সার্থ্য এমন একটা জিনিস যার কারণে
হইতে হয় ব্যার্থ প্রতিবার
এতে ক্ষতিকার জানি আমাদেরি
তবে কেনো দেড়ি এটা খুব দরকার
এখনইতো সময় সুধ্রাবার
এখনইতো সময় বদলাবার
এখনইতো সময় একসাথে মিলে অন্যায়ের বিরুদ্ধে দারাবার
পালাবার থাকবে না তাদের আর রাস্তাঘাট
হয়ে যাবে সব কারাবন্দী
তারা বন্দী
মানে বাংলাদেশের প্রতিটা মানুষের মনে শান্তি
ভয়
ভয়
ভয়
মনে মনে
কেনো
ভয়
ভয়
ভয়
জনে জনে
কেনো
ভয়
ভয়
ভয়
মনে মনে অধিকার হারিয়ে মুখ বুঝে সবই সয় কেনো
ভয়
ভয়
ভয়
মনে মনে
কেনো
ভয়
ভয়
ভয়
জনে জনে
কেনো
ভয়
ভয়
ভয়
মনে মনে প্রতিবাদ করেনা দেহ হয়ে যাবে ক্ষয় কেনো
][ সমাপ্ত ][
More Search :
  • Atongko Lyrics By GxP
  • আতঙ্ক লিরিক GxP
  • Bangladeshi Rapper GxP Song
  • Hip Hop Song Lyrics
  • Gxp Lyrics Song
  • Kagojer Note By Gxp
  • কাগজের নোট   
See also  SHOPNO - Mcc-e Mac | Somrat Sij | Gk | Haq & Sheikh (Official Music Lyrics) |Hiphop/Rap Song|Banglalyrics580|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button