Ads
Overall

চাঁদ মামা আজ বড্ড একা লিরিক্স (chad mama aj boddo eka lyrics)

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন এই গানের নাম লিরিক্স পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

Song : Aaj rate kono Rupkhota
Band : Old School

চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা,
হয়না নেওয়া হামি।।

রোজ রাতে আর চাদের বুড়ি কাটেনা চরকা রোজ,
ও বুড়ি তুই আছিস কেমন? হয়না নেয়া খোঁজ
কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া,

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি..
কে রে তুই? কে রে তুই??

সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..

আলাদিন আর যাদুর জিন আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন
আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে

See also  Keno Piriti Baraila re Bondhu Lyrics - Shah Abdul Karim ||Habib Wahid|| Banglalyrics580 ||

সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজ ও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি..
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি

কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি..
কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে.

chad mama aj boddo eka lyrics

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে চাঁদ মামা আজ বড্ড একা লিরিক্স (chad mama aj boddo eka lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button