Overall
চিনি না অচিন মানুষ || Chini Na Achin Manush lyrics ||Kanai Das Baul ||
Table of Contents
Chini Na Achin Manush Song By Kanai Das Baul:
- Song: Chini Na Achin Manush
- Lyrics: Gosai Gobinda
- Vocal and Ektara: Kanai Das Baul
- Dubki: Mainak Das
Chini Na Achin Manush Song lyrics in Bengali :
কে যেন বাজায় গো বাঁশি বিরলে বসিয়া
চিনি না অচিন মানুষ, গুরু মোরে দাও গো চেনাইয়া
তিন দেউড়ি মহাপাত্রে পূজা করে বিনা মন্ত্রে
মরা বেটা ধ্বজা গলায় লইয়া
এমন পুরোহিতের মাথা মুন্ডন কে দিল করিয়া
নাদ বিন্দু চন্দ্র কলা কোন কলা কার ভোগে দিলা
কোন দেবতার অর্চনা করিয়া,
কোন দেবতা অর্জন করে ভোগের প্রসাদ গেল খাইয়া
শ্রী দুর্গা মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পড়ে
কোন জায়গায় বসিয়া
এমন বিশুদ্ধ চণ্ডী তারে কে দিল শিখাইয়া
গোঁসাই গোবিন্দ ভেবে বলে, সিঁধ কেটেছে গঙ্গা জলে
অমাবস্যার নিশি চন্দ্র থাকে কোন জায়গায় লুকাইয়া