Overall
চেনা অচেনা আলো আধারে লিরিক্স
- Song Name -চেনা অচেনা
- Band -মেঘদল
Chena Ochena Song Lyrics In Bengali:
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে…(2)
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে…
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে… (2)
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে… (2)
বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত…
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে…
নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা..
শব্দপ্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা..
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে…
বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত…
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে….
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..(2)
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে…
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে…(2)