Ads
Overall

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে লিরিক্স (bristi nemeche aj akash venge lyrics)

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে লিরিক

প্রিয় পাঠক সাহেব আপনি যদি অনুসন্ধান করে থাকেন বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে লিরিক্স (bristi nemeche aj akash venge lyrics) তবে এই আর্টিকেলের  মাধ্যমে সঠিক বানান সহ জানতে পারবেন।

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে লিরিক্স

Band: Aurthohin
Song Name: Epitaph
Singer: Bassbaba Sumon
Lyrics: Bassbana Sumon
Album: Shopnochura

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে,
হাটছি আমি মেঠো পথে |
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি;
বহুদিন তোমায় দেখি না !
তোমায় নিয়ে কত স্বপ্ন,আজ কোথাও হারায়;
পুরোনো গানটার সুর,আজ মোরে কাঁদায় |
 
তুমি তো দিয়ে ছিলে,মোরে কৃষ্ণচূঁড়া ফুল ;
আমি তো বসেছিলাম,নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে,মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায়,আমায় ফেলে বহুদূর,,

বহুদূর,,

সাদা-কালো এ জীবনের মাঝে;
রঙ্গীন ছিলে তুমি শুধু! 
তোমায় নিয়ে লেখা কত কবিতায়,
দিয়েছিলাম কত সুর;
আজ আমার হাতের মুঠোয়,

নেই যে তোমার হাত। 

ভোরের আলো ফুটবে কখন;
ভেবেছি কত রাত,
তুমি তো দিয়ে ছিলে,মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম,নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে,মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায়,আমায় ফেলে বহুদূর,,


বহুদূর,,


যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে;
দেখি তুমি নেই যে পাশে!
ভেবেছিলাম তুমি থাকবে,দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম,তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম,তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে,সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম,তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে,তোমায় ফেলে বহুদূর
বহুদূর—-বহুদূর—-বহুদূর

===>সমাপ্ত <===

play now

bristi nemeche aj akash venge lyrics

ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আশাকরি আমাদের সাইটের মাধ্যমে আপনি বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে লিরিক্স (bristi nemeche aj akash venge lyrics) সঠিকভাবে পেতে সক্ষম হয়েছেন। নিয়মিত আমাদের সাইটে নতুন গানের লিরিক পেতে ভিজিট করুন।

See also  Bhul Shopno ( ভুল স্বপ্ন ) Lyrics - Stone ||Ajoy||Banglalyrics580||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button