Ads
Overall

হাসতে দেখো গাইতে দেখো ( Haste Dekho Gaite Dekho) by Ayub Bacchu Full Lyrics||Lrb||Banglalyrics580||

More Bangla Lyrics :

Song: Haste Dekho Gaite Dekho

Singer: Ayub Bacchu

Band: LRB


হাসতে দেখো গাইতে দেখো ( Haste Dekho Gaite Dekho) by Ayub Bacchu in Bengali  Lyrics:

হাঁসতে দেখো গাইতে দেখো,

অনেক কথায় মুখর আমায় দেখো

দেখো না কেউ, হাসি শেষে নীরবতা।(২বার)


বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে…(২বার)


আমার সুরের বুকে, কান্না লুকিয়ে থাকে

আমার চোখের কোনে, নোনা ছবি আঁকে

আমার গল্প শুনে, হয় আলোকিত উৎসব

গল্প শেষে আমি, আঁধারের মতো নীরব

নিজেকে ঢেলে আমি, কত সুখ দিলাম..


বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে…

আমার গানে আঁকা, নির্ঘুম অনেক প্রহর

আমায় ছেড়ে জোনাকি, চেনে নিরব শহর

ডাকার কথা যাদের, ডাকেনি কেউ কাছে

নিঃসঙ্গ এই আমি, পুড়েছি মোমের আঁচে

আমার মাঝে আমি-ই, যেন শুধু লুকাই


বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে…

হাসতে দেখো গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো

দেখো না কেউ হাসির শেষে নীরবতা(২বার)


বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে…(২বার)
#সমাপ্ত#
More Bangla Lyrics:




TagHaste Dekho Gaite DekhoAyub Bacchu, LRB
See also  Eka Ami ( একা আমি ) lyrics || Shahnewaz Chowdhury Miraz ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button