Ads
Bangla_Song

হায়রে নাইওর গেছে লিরিক্স

হায়রে নাইওর গেছে, নাইওর গেছে
আমার সোনা পাখি

গেল পাখি আর আইলো না
দিলো বুঝ ফাঁকি

আমার  পাখির ছিল  দুধে  আলতো
গায়েরই বরন
সকাল  বিকাল পাখি আমার

করিত গুঞ্জন।

পাখির  সনে কম ছিলোনা রে
পাখির  সনে কম ছিলোনা ভাবের মাখামাখি
গেলো পাখি আর আইলো না
দিলো বুঝি ফাঁকি
গেলো পাখি আর আইলো না
দিলো বুঝি ফাঁকি

কোনবা ব্যাথায়  ব্যাথি হইয়া
পাখি দিলো উড়াল
আমার সোনা পাখির মুখ দেখিনা
হইসে কতকাল।
পাখির লাগি দিবানিশি রে
হায়রে পাখির লাগি দিবানিশি
কাঁদে আমার আঁখি
গেলো পাখি আর আইলো না
দিলো বুঝি ফাঁকি
হায়রে নাইওর  গেছে, নাইওর গেছে
আমার সোনা পাখি
গেল পাখি আর আইলো না
দিল বুঝি  ফাঁকি।
See also  Mukhochobi ( মুখছবি) lyrics ||Shohan Jajabor||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button