Artcell
Chera Akash (ছেঁড়া আকাশ ) Lyrics | Artcell |Lokayoto|George Lincoln D’costa|Banglalyrics580|
Table of Contents
Chera Akash Song By Artcell Lyrics:
Chera Akash (ছেঁড়া আকাশ ) Song Is Sung by George Lincoln D’costa from Artcell Bengali Band.
Song Details :
Chera Akash Artcell Lyrics In English :
Chayar Bornomala Alor KachaKachi Ashe,
Alor Ruddho Akash Akhe Mittu Shunnotay.
Eka Eka Tobuo Durer Durotto Bhenge
Sokol Smitir Chera Megh Bhase.
Chayay Akha Smitir Ghore
Bhoyer Moton OndhoKare,
Aloy Akha Ruddho Akash
Mittu Eke RaKhe.
Tobuo GhoRir Boddho Shomoy
Shorot Khoje Neel AkaShe,
Smitir Paye Shekol Bedhe.
✘✘My Other Blog✘✘
♪♪SONGLYRIC71♪♪
Somoy DaRay Shorir GheShe.
Sorob Shobdo Sure Orob Shunnota Bhange
ManuSh Mito Thimatthik Bodhe Chayar Sarothi Gore,
Sobuj Prithibir Hajar Shohor Shese
Eka Manob Mukhosh Beche Thake.
Chayay Akha Smitir Ghore
Bhoyer Moton OndhoKare,
Aloy Akha Ruddho Akash
Mittu Eke RaKhe.
Tobuo GhoRir Boddho Shomoy
Shorot Khoje Neel AkaShe,
Smitir Paye Shekol Bedhe.
Somoy DaRay Shorir GheShe.
Chayay Akha Smitir Ghore
Bhoyer Moton OndhoKare,
Aloy Akha Ruddho Akash
Mittu Eke RaKhe.
Nirmor Bhabnar PaThor Ghore
Juddho Ashe Juddho Ashe,
Manush Mukhosh Ogocore
Alo Diye Chaya Akhe.
Chayar Bornomala Chayar Korase
Juddho Ase Juddho Ase,
Katatare Chera Akash Bidhe Ache
Shopno Jure Ke Mittu Eke Rakhe..
Artcell Lyrics Chera Akash In Bengali :
ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শূন্যতায়।
একা একা তবুও দূরের দূরত্ব ভেঙে
সকল স্মৃতির ছেঁড়া মেঘ ভাসে।
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে,
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে।
তবুও ঘড়ির বদ্ধ সময়
শরৎ খোঁজে নীল আকাশে,
স্মৃতির পায়ে শেকল বেঁধে
সময় দাঁড়ায় শরীর ঘেঁষে।
সরব শব্দ সুরে অরব শূন্যতা ভাঙে
মানুষ মৃত ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথি গড়ে,
সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেঁচে থাকে।
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে,
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে।
তবুও ঘড়ির বদ্ধ সময়
শরৎ খোঁজে নীল আকাশে,
স্মৃতির পায়ে শেকল বেঁধে
সময় দাঁড়ায় শরীর ঘেঁষে।
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে,
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে।
নির্মর ভাবনার পাথর ঘরে
যুদ্ধ আসে যুদ্ধ আসে,
মানুষ মুখোশ অগোচরে
আলো দিয়ে ছায়া আঁকে।
ছায়ার বর্নমালা ছায়ার কোরাসে
যুদ্ধ আসে যুদ্ধ আসে,
কাঁটাতারে ছেঁড়া আকাশ বিঁধে আছে
স্বপ্নজুড়ে কে মৃত্যু এঁকে রাখে|