Ads
Bangla_Song

Nitol Paaye Lyrics ||from Prem Amar 2|| Imran Mahmudul || Fuad ||Banglalyrics580||

Movie : Prem Amar 2

Song Name : Nitol Paye

Singer : Imran Mahmudul

Music And Lyrics : Fuad

Nitol Paaye by Imran Mahmudul from Prem Amar 2 Music by Fuad

Nitol Paaye Full Lyrics Song:

মন ভাবে তারে, এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে, তার স্পর্শে ।

তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে যেন মৃদু সুবাসে।
নিটোল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।

চাঁদের অধর যেন
তোমার হাসির মাঝে ।
সোনালী আবেশ কবে, সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে, বেঁধেছিলে বাঁধন
ভালোবাসা তবে কেন, মনের অগোচরে ।

তুমি কি আমায় বন্ধু
আজ কেন বোঝোনি,
তুমি কি আমায় বন্ধু
কেন ভালোবাসোনি ।

তুমি কি আমায় বন্ধু
আজ কেন বোঝোনি,
তুমি কি আমায় বন্ধু
কেন ভালোবাসোনি ।

তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে..
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে..

[ সমাপ্ত

Nitol Paaye Full video song :

 

See also  Sudhu Moner Kone ( শুধু মনের কোনে তুই ) lyrics From Chuti

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button