Bangla_SongTahsan
Kichu shihoron lyrics of Tahsan||Banglalyrics580||
Title : Kichu Shihoron
Singer: Tahsan
Lyrics: Tahsan
Guitars: Ershad
Mixing Magic: Duray
Recording Tricks: Duray
Labor Room: Sound Garden
Kichu Shihoron Lyrics of Tahsan :
গান গেয়ে আমি,কি দিতে পারি ?
এই সুরের মূর্ছনার আসলে, কি অর্থ আছে ?
পারে না নেভাতে, দারিদ্র এই গান ।
পারে না থামাতে, যুদ্ধ এই গান ।
তবে আর কেন,আমি করি গান ?
দেখাতে স্বপ্ন এক, সুন্দর পৃথিবীর ।
আমরা স্বপ্নের জগতের কিছু মানুষ,
কল্পনায় প্রতিদিন, সুন্দর পৃথিবী গড়ি ।
পারিনা আমরা থামাতে যুদ্ধ ।
পারিনা আমরা নেভাতে দারিদ্র ।
তবে আর কেন আমরা করি গান ?
দেখাতে স্বপ্ন এক সুন্দর পৃথিবীর ।
জাগাতে পারি মনের কোনে আশা
জ্বালাতে পারি অপূর্ব ভালোবাসা
আর পারি মুছে দিতে কষ্ট
দেহের গভীরে কিছু শিহরণ।
___সমাপ্ত___