Ads
Minar

আরো একটু দূরে দূরে লিরিক্স (aro ektu dure dure lyrics)

Song Name : আরও একটু দূরে
Singer : Minar Rahman
Album : ari

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন আরো একটু দূরে দূরে লিরিক্স (aro ektu dure dure lyrics) পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

আরো একটু দূরে দূরে লিরিক্স

আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই।
কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই।

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোঁদে
জানি ভুল ভরা গানটা গাইবেই।
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই।

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই।
বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই।

ঘাসফড়িং যেন উড়ে উড়ে ছন্নছাড়া,
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী
বেহায়া বাতাস ডাকবেই।

See also  Abar Brishti Hobe Lyrics || Shusmita Anis and Minar Rahman||

aro ektu dure dure lyrics

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে আরো একটু দূরে দূরে লিরিক্স (aro ektu dure dure lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button