তুমি আমার ভালোবাসা আধার ঘরের আলো লিরিক্স (Tumi Amar Adar Gorer Alo Lyrics)
প্রিয় পাঠক আপনি যদি অনুসন্ধান করে থাকেন তুমি আমার ভালোবাসা আধার ঘরের আলো লিরিক্স (Tumi Amar Adar Gorer Alo Lyrics) তবে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।
তুমি আমার ভালোবাসা আধার ঘরের আলো
Song : Valobashar Ayna
Singer : Samz Vai
Lyrics : Samz Vai
তুমি আমার ভালোবাসা,আধার ঘরের আলো
তাই তো সব ছাড়ি তোমায় বাসি বন্ধু ভালো
দিনে রাতে তোমায় ভাবি,তুমি তো বুঝ না
তোমায় ছাড়া একা আর ভালোতো লাগে না
যত দূরে তুমি থাকো,তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি,দূর অজানায় হারাবো
যত দূরে তুমি থাকো,তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি,দূর অজানায় হারাবো
তোমার মিষ্টি মিষ্টি কথা,আমার দুষ্টামিটার কারণ
তোমায় আপন কইরা নিবো আমি,হলেও হাজার বারন
তুমি কবে আইবা পাশে আমায়,কইরা নিবা আপন
আমার দর্শনেতে না মনে,তুমি ছাড়া শূন্য জীবন
তোমায় নিয়া সাজাবো আমি,সুখের সেই বাসন
তুমি কাছে টাইনা নিয়া বুকে,করবা আমায় আপন
মনে তুফান উইঠা গেছে,তোমায় কাছে পাওয়ার লাগি
তুমি মিইচা কথা কইয়া আমায়
কইরা না অভাগী
চল বহু দূরে হারায় যাবো,তোমায় সাথে নিয়া
কেউ পাইবো না আর,তোমায় আমায় হাজারো খুঁজিয়া
তোমায় অনেক ভালোবাসি,আর কইরো না বায়না
তোমায় দেইখা ভালা লাগে,তুমি ভালোবাসার আয়না…
যত দূরে তুমি থাকো,তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি,দূর অজানায় হারাবো
যত দূরে তুমি থাকো,তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি,দূর অজানায় হারাবো
যত দূরে তুমি থাকো,তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি,দূর অজানায় হারাবো
যত দূরে তুমি থাকো,তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি,দূর অজানায় হারাবো