Samz vai
অবাগি মন-samZ vai ||Bangla lyrics||
Song Name : Obagi Mon
Singer : Samz Vai
তোর মতো কে আছে বল আর
এই জীবনে আর আমার
জানি না তুই হারিয়ে কোথায় আছিস
আমারি খবর কি একবার নিচিস
মনেরি মাঝে আঁকা তোর ছবি
একা একা ভাবি নিরালায়
তোরি কথা আমি
তোরি কথা আমি..
তুই ছিলি মোর পাশে,তুই রবি সারাজীবন
তোর লাগি কাঁদে আমার অভাগি এই মন
জানিনা কোথায় হারিয়ে গেছিস……..