Nirbashon lyrice by Nemesis|bangla lyrics||bangla band song lyrics bd||
Table of Contents
Nirbashon song By Nemesis:
- Song: Nirbashon
- Band: Nemesis
- Vocal: Zohad reza Chowdhury
Nirbashon lyrics By Zohad Reza Chowdhury:
এত দিনের পরেও যে
তুমি আসব কখন কোথায়
কার সাথে ওও.. কিভাবে,
তোমার জায়গা নেই এখানে;
তবুও দেখবো তোমার রঙ্গে
এ জায়গা ভেসে উঠেছে,
তোমার জন্যে,সবাই সুখে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতাই
সহসা ভোর ওঠা
মোহো কাটা মহত্ত্বার সাজে
রবে আভির্ভাবে অস্থিরতায়
তুমি আসবে বলে তাই প্রতিক্ষণে
আছে সবাই মুখরিত তোমারই গানে
আমি শুধু শুনে যাই,অবিরামে
রঙ্গিন তুলোর মেঘের বৃষ্টি
তোমার সনে, কত জনে
মনের গভীরে আমি
ভেঙ্গে চলেছি সবই
নতুন সুরে ভাবি
আশা সব,দূরে সরে যায়
হতাশা, আমায় খুঁজে পায়
অসহায় কল্পনায় কোথায় তুমি
তোমারই প্রর্থনায়
রয়েছি অযথাই
অপেক্ষার প্রহরে
ছেঁড়া স্বপ্ন বুনে
অসম্ভবের রেখাপথে
সাদা গানের নতুন সুর
হাত বাড়ানো তোমার দিকে
আজ
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহত্ত্বার সাজে
রবে আভির্ভাবে অস্থিরতায়
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতায়
এত দিনের পরেও যে.
Copyright nemesis Nirbashon Lyrics