Attojiboni ( আত্মজীবনী ) lyrics || Argha Dev ||
Table of Contents
Attojiboni Song By Argha Dev:
- Song: Attojiboni
- Lyrics&musics: Argha Dev
- Mixing: So H AN
- Editing: Rupok
Attojiboni Song Lyrics In Bengali:
যখনই গিটার হাতে তুলে নিয়ে গাইতে চলেছি নতুন একটা গান,
নিজের মাঝের অন্য আমি ঠিক তখনই হতাশায় দেয় টান।
কত কবি কত শিল্পী
তাদের শিল্পে হয়ে আছেন যে অমর,
এখন বুঝেছি কীসের তাগিদে নিজের হাতেই নিতে হয়েছিল প্রাণ।
মায়েদের চোখে জলটা ভারি এক ছিটাতেই মুখটা ভিজে যায়,
কখনো বলা হয়নি মাকে
চলোনা হাটিঁ একটু খালি পায়।
জীবন নামের নাট্য মঞ্চে কত চরিত্র এলো আর গেলো, নৈমিত্তিক কর্ম যজ্ঞে
সব আলো যেনো
ধূসর হয়ে আসছে,
জীবন থেকে কতগুলো দিন
স্রেফ ফুরিয়ে যাচ্ছে….
যখনই গিটার হাতে তুলে নিয়ে গাইতে চলেছি নতুন একটা গান,
নিজের মাঝের অন্য আমি ঠিক তখনই হতাশায় দেয় টান।
ঈশ্বরকে ডেকে বলি
তোমার বাতাসে একটু শ্বাস নিতে দাও,
ঈর্ষাকাতর নিয়তি লিখো না,
আমাকেও বাঁচবার সুযোগ করে দাও।
আমাকে চিরকালই তুমি হিংসাই করে গেছো, এবারো তার বিপরীতটি ঠিক হলো না তো।
মানুষ করে পাঠিয়েছো ঠিকই দাওনি কেনো
কপালে ধর্মের সিল,
তাই হিন্দুর ছেলে বাসলাম ভালো মুসলিম মেয়েটিকে দিয়ে পুরো দিল।
গাছের ধর্ম ছায়া দেয়া
আর পানির ধর্ম যদি হয় স্রোত বহমান,
তবে মানুষের কেনো ধর্ম এত ?
মনুষ্যত্বই হতে পারে এক সমাধান।
মাটির ধর্ম আশ্রয়
আর আগুনের ধর্ম যদি হয় পোড়ানো,
তবে মানুষের কেনো ধর্ম এত ?
মনুষ্যত্বই বলছে গীতা-কোরানও।
জানি তবুও তোমরা পোড়াবে আমায় মরলে পরে দাফন করবে ওকে,শুরু হয়েছিল যেখান থেকে শেষ হয়ে যাবো ঠিক সেখানেতে।
তবে মৃত্যুর কোলে যদি আমরা এক কফিনেতে সমাহিত হতে চাই,আতর লাগিয়ে ধুপ জ্বালিও
দিও-না আর ধর্মের দোহাই।
না হলো গান না কবিতা,
না হলো প্রেম
নাই বা হলো ঘর,
জীবন নামের নাট্য মঞ্চ চোখের পলকে ফুরিয়ে অন্ধকার।
< p>জীবন নামের গোলক ধাঁ ধাঁ চোখের পলকে ফুরিয়ে অন্ধকার….