Ads
Hindu dormio Gan

Ami Mantra Tantra Kichui Jani Ne Ma Lyrics Shyama Sangeet

Ami Mantra Tantra Kichui Jani Ne Ma Lyrics Shyama Sangeet :

Ami Mantra Tantra Kichui Jani Ne Ma Shyama Sangeet Sung by Aditi Chakraborty. This Song Originaly Sung by Pannalal Bhattacharya. Music Composed by Chitta Roy And Ami Mantro Tantro Kichhui Janine Ma Lyrics In Bengali Written by Kamalakanta. Same Song Is Sung by Anuradha Paudwal, GuruJeet Singh And Many Various Artists In Their Own Way.

  • Song : Ami Mantro Tantro Kichhui Janine Ma
  • Singer : Pannalal Bhattacharya
  • Music Director : Chitta Roy
  • Lyricist : Kamalakanta

Ami Mantra Tantra Kichui Jani Ne Ma Song Lyrics In Bengali :

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা,

শুধু যা জেনেছি সেটুক হলো এই,

তোরে ডাকার মতো ডাকতে যদি পারি

See also  Ekhono Sei Brindabone Lyrics ||এখনো সেই বৃন্দাবনে || Bhaba Pagla || Hare krishna, hare krishna ||

তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,

তবে আসবি নে তোর এমন সাধ্য নেই,

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা।। 

যদি তোর ও মন্দিরের দ্বারে

তোমার লাগি কাঁদি অঝর ধারে,

যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়

সেই সে অশ্রুতেই,

তবু আমার কাছে আসবি নে তোর 

এমন সাধ্য নেই,

ও মা তোর এমন সাধ্য নেই,

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা।। 

জানি আমার অনেক আছে দোষ

তবু মাগো তোমায় ভালোবাসি,

আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই

তোমারই ওই ভুবনমোহন হাসি। 

আমি যা করি মা, সবই তোমার কাজ

আমার আমার বলতে লাগে লাজ,

যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরনতলাতে

তবে চিরজীবন রইবি দূরে এমন সাধ্য নেই,

ও মা তোর এমন সাধ্য নেই। 

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা,

শুধু যা জেনেছি সেটুক হলো এই,

তোরে ডাকার মতো ডাকতে যদি পারি

তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,

See also  Bolo Dugga Maiki ( বল দুগ্গা মাঈকি ) Lyrics by Nakash Aziz And Nikhita Gandhi ||

তবে আসবি নে তোর এমন সাধ্য নেই,

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button