Dhormer Naame Khela ( ধর্মের নামে খেলা ) lyrics | Tasrif Khan |
Table of Contents
Dhormer Naame Khela Song By Tasrif Khan:
- Song: Dhormer Naame Khela | ধর্মের নামে খেলা
- Written By: Tanbhir Siddiki
- Vocal & Tune: Tasrif Khan
- Music: @Tanjeeb Khan
- Video: Lien Karmaker
- Video Edit: @Tanjeeb Khan
Dhormer Naame Khela Song lyrics in Bengali:
ধর্মের, বর্মতে
লাগলো যে ধাক্কা!
হায় হায় কি উপায়,
কে করিবে রক্ষা?
চারিধারে হাহাকার,
গেল সব গেলো রে!
ধর্মের বর্মতে,
একি ঝড় এলো রে?
আমি দেখি পুরোটাই
জাতীকুল খুজি না,
ধর্মের নামে খেলা
কে খেলে, তা বুঝি না!
কেউ মেরে, মরে যায়!
কেউ পোসে হায়না,
ধর্মের নামে চলে
ক্ষমতার বায়না!
অবশেষে সব শুনে,
বড় বড় মহাজন,
পণ করে, ধর্ম টা
বাঁচাবেই আমরণ!
শান্তির নাম করে
নাম নিয়ে “ধর্ম”,
কারো হাতে তলোয়ার,
যুদ্ধের বর্ম!
আমি দেখি পুরোটাই
জাতীকুল খুজি না,
ধর্মের নামে খেলা
কে খেলে, তা বুঝি না!
কেউ মেরে, মরে যায়!
কেউ পোসে হায়না,
ধর্মের নামে চলে
ক্ষমতার বায়না!
কতশত, লাশ পরে
কত ভাঙ্গা পরিবার,
বাড়ে শুধু আহাজারি
সব পুড়ে ছারখার!
গোটা দেশ ভাগ হয়
হিন্দু, মুসলমান!
ভাগ হয় পরিবার
ভিটে বাড়ি সন্মান!!
আমি দেখি পুরোটাই
জাতীকুল খুজি না,
ধর্মের নামে খেলা
কে খেলে, তা বুঝি না!
কেউ মেরে, মরে যায়!
কেউ পোসে হায়না,
ধর্মের নামে চলে
ক্ষমতার বায়না!