Bangla_Song
SHUDHU EKBAR BOLTE DAO ( শুধু একবার বলতে দাও ) lyrics – Abdul Kader Tuhin
Table of Contents
SHUDHU EKBAR BOLTE DAO SONG BY ABDUL KADER TUHIN:
- Song: SHUDHU EKBAR BOLTE DAO
- Singer – Abdul Kader Tuhin
- Lyrics & Tune – Abdul Kader Tuhin
- Music Composer – Eemce Mihad
- Lyrical video & Thumbnail done by – Abdul Kader Tuhin
SHUDHU EKBAR BOLTE DAO SONG LYRICS IN BENGALI:
শুধু একবার বলতে দাও আমাকে
কতটা ভালোবাসি যে তোমায়
কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে
জড়িয়েছি আমি যে তোমার মায়ায় (২)
তোমার ওই হাঁসিটা আমাকেও হাঁসায়
আমায় ছুঁয়ে দাও তোমার আলতো ছোঁয়ায়
দেখোনি কখনো কখনো এভাবে
তোমার কান্না যেনো আমাকে কাঁদায়
শুধু একবার বলতে দাও আমাকে
কতটা ভালোবাসি যে তোমায়।
কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে
জড়িয়েছি আমি যে তোমার মায়ায়
তোমায় নিয়ে মেঘলা দিনে
হারাবো এক অচেনা শহরে
তোমায় নিয়ে যত কথা আমার
বলেই দেবো সব কোনো এক প্রহরে
জেনে নিয়ো তুমি কিছুটা যা বাকি
সব কথা কি আর মুখে বলা যায়
মুহূর্ত কাটে না যেনো তোমাকে ছাড়া
তোমার কথাই কেনো সারাক্ষণ ভাবায়
শুধু একবার বলতে দাও আমাকে
কতটা ভালোবাসি যে তোমায়
কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে
জড়িয়েছি আমি যে তোমার মায়ায়