Ads
Overall

Odbhut Shei Cheleti (অদ্ভুত সেই ছেলেটি) lyrics- Aurthohin

Odbhut Shei Cheleti (অদ্ভুত সেই ছেলেটি) song by Aurthohin band:

Odbhut Shei Cheleti song By Sumon & Shovon from Aurthohin Band.Odbhut Shei Cheleti Song lyrics by Sojib & Sumon.

  • Song : Odbhut Shei Cheleti (অদ্ভুত সেই ছেলেটি)
  • Band : Aurthohin
  • Vocals : Sumon & Shovon
  • Lyrics : Sojib & Sumon
  • Tune : Sumon
  • Vocals, Basses, Keys & Guitars : Sumon
  • Guitars & Guitar Synths : Piklu
  • Drums & Percussion : Rumie
  • Vocal & Guitars & : Rassel
  • Album : Trimatrik
  • Label : G Series

Odbhut Shei Cheleti (অদ্ভুত সেই ছেলেটি) song lyrics in Bengali:

অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা

কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা

হাতে তার acoustic, পকেটে harmonica

কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা

আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি

See also  Eka Bikel ( একা বিকেল ) lyrics || Sin Band ||

কাউকে কিছু না বলে অভিমানে দূর দেশে দিল পারি

পকেটের টাকা শেষ, খাওয়া হয়নি কিছু

খিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু?

অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া

হাতে তার acoustic, পকেটে harmonica

জোছনায় অজানা পথে চলা

এখানে আছে যে মোর ভালোবাসা

জোছনায় অজানা পথে চলা

এখানে আছে যে মোর ভালোবাসা

একটি বনে ঢুকল সে, গাছগাছালিতে ঢাকা

আনমনা হয়ে প্রকৃতি দেখে, বিশাল বনে একা

খিদের জালায় অস্থির মন যাবে কী বাড়ি ফিরে?

তার চেয়ে জীবন ভালো বন্য প্রাণীর ভিড়ে

অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া

হাতে তার acoustic, পকেটে harmonica

জোছনায় অজানা পথে চলা

এখানে আছে যে মোর ভালোবাসা

জোছনায় অজানা পথে চলা

এখানে আছে যে মোর ভালোবাসা

পাহাড়ী ঝর্ণা রংধনু বাড়ির কথা ভোলায়

প্রকৃতি বলে গান গেয়ে যাও শুনছি আমি তোমায়

তুলে নিল সে হাতে গিটার অন্য এক সুরে

প্রতিভার কথা জানিয়ে দিল শান্ত প্রকৃতিকে

অদ্ভুত ছেলেটির শেষ হয়না গানটা

ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায়

See also  Ondho Deyal ( অন্ধদেয়াল ) Lyrics || Shonar Bangla Circus ||

রয়ে যায় সে সুরটা

জোছনায় অজানা পথে চলা

এখানে আছে যে মোর ভালোবাসা

জোছনায় অজানা পথে চলা

এখানে আছে যে মোর ভালোবাসা

বলছে এ প্রকৃতি যে সুরের রঙে আঁকা

সেই ছেলেটির সবগুলো গান

হলোনাতো মোর শোনা

বনের একটি শুকনো ফুল, নাম না জানা

পাশে ঘুনে ধরা acoustic, ভাঙা harmonica

Harmonica

Harmonica

Harmonica

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button