Owned The Band
Owned-Lebash ( লেবাশ ) lyrics
Table of Contents
Lebash Song By Owned The Band:
Song: Lebash
Band: Owned
Album: Owned One
Owned-Lebash lyrics In Bengali:
চারিদিকের সহস্র কলরবে
মানুষের নৈমত্তিক বসবাস
বসতের আড়ালে গড়ে
তুচ্ছ কড়াল ঘাস।
নষ্ট প্রবৃদ্ধির নিকৃষ্ট পরিচয়ে
মানুষের জীবন যাপন
বিগলিত দেহ বেরিয়ে জাচ্ছে
দেখ রুষ্ট চেহারার মুখোশ উন্মোচন।
যেন ধর্ম মানে যেন তন্ত্র মানে
পড়ে শরীরে লেবাশ
আড়াল করে উচ্ছ্বাস।
যেন সে স্পষ্টভাষী
শুভ্র সরল মনা মানুষ
প্রকৃত অর্থে রচনা হল
আঁধারে ফানুস।