Onupran ( অনুপ্রান ) lyrics || Aushruto Band ||
Table of Contents
Onupran Song By Aushruto Band:
- Song: Onupran
- Vocal: Shimon
- Lyric: Sunny
- Band: Aushruto
- Album: Nirbaan
Onupran Song lyrics In Bengali:
অনুপ্রান আমি তোমার তরে
নিস্তব্ধ আমি তোমার হয়ে (তোমার হয়ে)
রাঙাবো রঙ্গিন তুলির আঁকন
তোমার স্মৃতির রঙ দিয়ে…
অনুপ্রান আমি তোমার তরে
নিস্তব্ধ আমি তোমার হয়ে (তোমার হয়ে)
রাঙাবো রঙ্গিন তুলির আঁকন
তোমার স্মৃতির রঙ দিয়ে…
হৃদ আধে ভাবি তোমার স্মৃতি
নীল কন্ঠে গাই তোমারই গান
নীলিমায় ভাসে তোমার কীর্তি
জীবন ছবির কাব্য হয়ে…
নিস্তব্ধ একা হয়ে আছি
নিঃসঙ্গ একা পড়ে আছি
অথৈ পাড়ে হারিয়ে তোমায়…
নির্বাক প্রান শুধু আমার
স্মৃতির রঙ দিয়ে এঁকে যাই যে ছবি
অনুপ্রান…
হো…ও…এ…এ…ও…ও
অশ্রুসিক্ত আলোর মাঝে
নীরব হৃদয় তোমায় ভাবে
অলস সময় ঘিরে আমায়
তোমার স্মৃতির রঙ নিয়ে..
ভাবছো কি তুমি আমার স্মৃতি?
শুনছো কি আজও আমারই গান?
তোমার নীলে আমার কীর্তি
জ্বলবে কি আজ আলো হয়ে?
নিস্তব্ধ একা হয়ে আছি
নিঃসঙ্গ একা পড়ে আছি
অথৈ পাড়ে হারিয়ে তোমায়…
নির্বাক প্রান শুধু আমার
নিবিড় রঙ দিয়ে এঁকে যাই যে ছবি
অনুপ্রান…
নির্বিগ্ন আমি তোমার কারনে
অদৃশ্য তোমায় হারিয়ে…
নির্বাক এই জীবনে আমার
তোমার অতিত স্বাদ নিয়ে…
কত রাত আমি কেঁদেছি
খুঁজেছি তোমার ছবি
এলোমেলো হাওয়ায় উড়াই আমি
তোমার অজানা ঘুড়ি…
নিস্তব্ধ একা হয়ে আছি
নিঃসঙ্গ একা পড়ে আছি
আকাশ পাড়ে হারিয়ে
তোমায়…
নির্বাক প্রান শুধু আমার
নিবিড় রঙ দিয়ে এঁকে যাই যে ছবি
অনুপ্রান…
……সমাপ্ত…..