Dhulo Pora ( ধুলো পড়া ) lyrics || Aushruto Band ||
Table of Contents
Dhulo pora Song by Aushruto Band:
Dhulo Pora is the 4th track of Aushruto’s solo album Nirban.Dhulo Pora Ghore Boshe Song lyrics in Bengali written by Sehan.
- Song: Dhulo Pora
- Lyric: Sehan
- Band: Aushruto
- Album: Nirbaan
Dhulo Song lyrics in Bengali:
ধুলো পড়া ঘরে বসে
ভাবি আমি আজ ম্লান চোখে
দূরের আকাশ আমার মনে
স্বপ্ন জাগায় ভেসে যেতে
ধুলো পড়া ঘরে বসে
ভাবি আমি আজ ম্লান চোখে
দূরের আকাশ আমার মনে
স্বপ্ন জাগায় ভেসে যেতে
ছায়া ঘেরা বন্ধ ঘরে
তাকিয়ে আকাশ দুঃখ ভুলে
খুঁজি তাকে নীলের মাঝে
ক্লান্ত রোদ আমায় ধরে
মিথ্যে চোখে নিয়ন আলোয়
মেঘের মাঝে আদ্র খোঁজে
আমি ভাবি অপলকে
বাঁধবো সীমা ছায়ার পাশে
ছায়ার পাশে…
বসে একা জানালাতে
ক্লান্ত দেহ নীল আকাশে
কালো মেঘে খুঁজি আমি
মেঘের রেখা বৃষ্টির মাঝে
ছায়া ঘেরা বদ্ধ ঘরে
তাকিয়ে আকাশ, দুঃখ ভুলে
খুঁজি তাকে নীলের মাঝে
ক্লান্ত রোদ আমায় ধরে
মিথ্যে চোখে নিয়ন আলোয়
মেঘের মাঝে আদ্র খোঁজে
আমি ভাবি অপলকে
বাঁধবো সীমা ছায়ার পাশে
ছায়ার পাশে…
ধুলো পড়া ঘরে বসে
ভাবি আমি আজ ম্লান চোখে
স্বপ্নগুলো আছড়ে পড়ে
কালো মেঘে যাচ্ছে ভেসে
মিথ্যে চোখে নিয়ন আলোয়
মেঘের মাঝে আদ্র খোঁজে
আমি ভাবি অপলকে
বাঁধবো সীমা ছায়ার পাশে
ছায়ার পাশে…
মিথ্যে চোখে নিয়ন আলোয়
মেঘের মাঝে আদ্র খোঁজে
আমি ভাবি অপলকে
বাঁধবো সীমা ছায়ার পাশে
ছায়ার পাশে…