No gap lyrics || GxP || Bangla rap song 2021 ||
Table of Contents
No Gap Song by Gxp:
- SONG: No Gap
- Artist & Lyrics : GxP
- Director : TASRIF FARAVI
- DOP, Edit, Color : TASRIF FARAVI
- AD : Jahid Hassan Talib
- Production : RTF Films
- Music Produce: SleekFreq
- Record, MIX & Mastering: Hall of Critics
- Label : Underrated Bangladesh
- Worldwide distributor : Quantize Music Entertainment
GxP – No Gap song lyrics In Bengali:
আমি, আমি সংগ্রামী কারণ যখন rap করি একটানা ১২ লাইন,
তারপরে দম ছাড়ি, বুম মারি গানে,,
কানে গেলে মনে মানে পোলাপানের জানে কই থেইকা flow করি আমদানি কমদামী, জুতা প্যান্ট, শার্ট, ক্যাপ পরি হতে ঘড়ি,, তবু করিনা যা পারিনা তা বেশি কইরা করি আমি,, যোদ্ধা, মাইক হতে অবিরত লড়ি,, যারে ধরি ঘ্যাচ ঘ্যাচ কইরা নামাইয়া লাই গুড়ি,, আমার পেন মানে ছুরি, ফ্লোডির কালি থাকে ঢাল,,আমি গ্যাং লইয়া ঘুরি আমার চোখ থাকে লাল,, বাংলা হিপ হপ এর পিনিকে ২৪ ঘণ্টা থাকি টাল,, আমার ভার্স হুইনা কানবি কারণ এত বেশি ঝাল,, ভায়া হারামে হারাম আর তোরা খাবি কত কাল,, খাইতে খাইতে ভুইলা গেছস কোনটা হারাম আর হালাল,, এহন যেদিকে তাকাবি চারিদিকে সব ভেজাল,, কিছু সাধারণ জনতা বাকি সবগুলা দালাল,, এই তোর Kingdom এ আমি king kong দিছি পারা,, ভং চং না বুঝাইয়া নিজের জান লইয়া পালা,, গান হুইনা যদি বুকে তোগো শুরু করে জ্বালা,, শালা এন্টাসিড প্লাস খাইয়া হইয়া যাইবো ভালা,, কালা হইয়া যায়গা মুখ হুইনা যুক্তিবাজির কথা,, দোষ করে একজনে দশ জনের মাথা ব্যথা,, খুনি আতঙ্কে কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর ফেসবুকে স্ট্যাটাস দেয় কেউ আমারে মাইরালা,, দাম বেশি কার,দাম বেশি কার,,বল বেশি কার, আয় দেহি ছাড়, মাইক এর পাল্লায় মাপি কারটা বেশি ভার,,কারটা বেশি ভার,,দেখবি পরিষ্কার,,কেডা দেশী ভার্স করে আবিষ্কার,,করে ব্যবহার, প্রতিবার…..
আতঙ্কে বুইঝা যায় কেডা……
ভুইলা গেছস এত তাড়াতাড়ি,, দম বেশি কার,, আয় করি মুহে মারামারি তারপরে দেহি কেডা জিতে এই মঞ্চে,,কার নাম ছড়ায় দ্রুত ঢাকা থেইকা গ্রাম গঞ্জে,, গিয়া খোঁজ নিয়া দেখ আমি বাদে সব fake,, খালি নাম কানে গেলে….
সব একলগে ঝটপট খায়া পুরা দিন ঝটপট,, শুরু হইয়া গেছে Fighting scene,, তোরা কি সবগুলা এক টিম,, আমি একা born একটারে মারমু দেখবি পিছে পুরা ফাঁকা,, ঝাকানাকা bro, আঁকাবাঁকা ফ্লো মারি আমি,, শব্দে গুলি করি throw যেটা এত দ্রুতগামী লাগে,, শিকারের পিছনে দৌড়াইতাছে হিংস্র প্রাণী,, ধরতে পারলে বুঝায় দিবো তুমি কোন অংশের…
পোলা, সাবধানে কে জানে যদি পৌঁছে যমের কানে তাইলে বাঁচার উপায় নাইগা তোগো, মরতে হইবো প্রাণে,, আমি উচিত কথা ঝাল এত বেশি ঢালি গানে, খায়া বাল পাকনা পোলাপান ঝইরা যাইবো সব অকালে ভায়া।