Ganpoka
Sob Kichu Mitthe ( সবকিছু মিথ্যে ) lyrics || Ganpoka Band ||
Table of Contents
Sob Kichu Mitthe song by Ganpoka Band:
গানঃ সবকিছু মিথ্যে
ব্যান্ডঃগানপোকা
লিরিকঃচঞ্চল মাহমুদ
Sob Kichu Mitthe song lyrics In Bengali :
সব কিছু মিথ্যে
সব কথা মিথ্যে
দেখা সব ঘটনা
কথা থেকে যায়।
কেন দেখা থাকে না?
কথা ছিল দুজনারই
পাতালে বাজাবাে গান
আমি ডুবতেই থাকি
তুমি ভাসমান।
সব ছবি মিথ্যে
ছায়া তবু ফোটে না
ছায়া ডুবে যায়
কেন ছবি ডুবে না?
দুজনে আলাদা আছি
কিভাবে সমান?
আমি ডুবতেই থাকি
তুমি ভাসমান।