Ads
kaaktaal

গোলোকধাঁধা || Golokdhadha lyrics || Kaaktaal ||

Golokdhadha song by Kaaktaal band:

  • Song: Golokdhadha
  • voice : Aia Lemonsky
  • Band: Kaaktaal
  • Lyric & tune : Aia Lemonsky

Golokdhadha Song By Kaaktaal :

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।

যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে

চপলা হৃদয় – হৃদয়ে প্রলয় – বুনেছে নতুন মুখোশ

কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে 

হারিয়েছি পথ – চিনেছি বিপদ – পালিয়েছি করে আপোষ…

আমাতে ডুব দিলে পাবে নিকষ…

আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা

কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা

আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা

আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে মরীচিকা ।

চিনতে তুমি পারবে না – বুঝতে তুমি পারবে না

See also  Shudhu Shudhu Dhore Enechhe ( শুধু শুধু ধরে এনেছে ) lyrics - Kaaktaal Band

গোলোকধাঁধার কোথায় আঁধার – কোথায় আলোর ছটা 

আমার মসৃণেতেও ফাটল – এই শান্ত জলের অন্তরালে প্রাণটা ভীষণ উতল…

রঙিন মুখোশগুলোই আমি

সকল আঁধার আলোয় মিশে ধূসর – আমায় আমিই জানি…

এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে যদি চাই – না চাই

আমাকে মাফ করে দাও ভাই

আমি তোমার চাওয়া – না চাওয়ার ছায়াও না মাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button