Ads
Moheener Ghoraguli

Kolkata Kolkata ( ভেসে আসে কলকাতা ) lyrics || Moheener Ghoraguli ||

Kolkata Kolkata Song By Moheener Ghoraguli:

  • Song: Kolkata Kolkata
  • Band: (Moheener Ghoraguli, 1977)
  • Album: Shongbigno Pakhikul O Kolkata Bishayak (1977)
  • Lyrics: Ranjon Ghoshal, Tapas Das
  • Music: Goutam Chattopadhyay & Tapas Das (Bapi)
  • Lead guitar: Goutam Chattopadhyay
  • Vocals: Tapas (Bapi), Tapesh (Bhanu)

Kolkata Kolkata Song lyrics In Bengali:

ভেসে আসে কলকাতা 

কুয়াশা-তুলিতে আঁকা 

শহরতলির ভোর মনে পড়ে 

কাঠচাঁপা আর কৃষ্ণচূড়ার 

শৈশব শুধু খেলা করে 

স্মৃতির ভেতর ট্রামের ধ্বনি 

বিবাগী সুর গড়ে 

এই প্রবাসে ক্যালেন্ডারের 

পাতাই শুধু ঝরে 

কলকাতা  ও  কলকাতা 

গুলতি ছোঁড়া ঘুড়ি ওড়া

অগাস্ট-দুপুর কে দেবে ফিরে 

পরবাসের হৃদয় জুড়ে 

এই অভিমান শুধু ভরে 

স্টীমার ঘাটের ভোঁ কেন আজ 

আবার উদাস করে 

ভেসে আসে কলকাতা 

শুধু কুয়াশার ভোরে 

কলকাতা  ও  কলকাতা।

See also  Vebe dekhecho ki (ভেবে দেখেছো কী ?)lyrics || Moheener Ghoraguli ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button