Rupam Islam
Bangladesh lyrics || Rupam Islam ||
Table of Contents
Bangladesh Song By Rupam Islam:
Song: Bangladesh
Originally written & composed by Joan Baez
Transcreation in Bengali by Rupam Islam
Video Editing: Suhotro Majumder
Bangladesh Song lyrics In Bengali:
রক্তাভ আকাশ
সূর্য নেয় বিদায়
লক্ষ শহীদের
স্বপ্ন পথ দেখায়
স্বৈরাচারের সেই ইতিহাস
আমার স্মৃতিতে ফেরায় কোন – সর্বনাশ
অত্যাচারী তার
অস্ত্রে দিচ্ছে শান
আমার আত্মবোধ
অসহ্য অপমান
আমায় দিচ্ছে ডাক
বলছে তৈরি থাক
আমি দাঁড়িয়ে ছিলাম পাশে
শুনি আর্তনাদ ভাসে বাতাসে
দেখি ধ্বংস হয়
লক্ষ পরিবার
আর দুখিনী মা’র
কোলে শুন্যতা
তবু চোখে তার
সিক্ত অঙ্গীকার
ইউনিভার্সিটির সে ছাত্রদল
সুখের রাত্রিঘুম বয়ে আনল – অমঙ্গল
সৈন্যরা এল
বুলেট বর্ষালো
মৃত শয্যা আর
দেখবে না ভোরের আলো
ভোরের দখল নিল
নির্মম হিংস্রতা
বাংলাদেশ
রক্তাভ আকাশ
সূর্য নেয় বিদায়
লক্ষ শহীদের
স্বপ্ন পথ দেখায়