Encore – Niye Jao (নিয়ে যাও) lyrics
Table of Contents
Niye Jao Song by Encore Band:
Song: Niye Jao
Band: Encore
Live Sound Engineer – Salehin I. Apon
The track was recorded and engineered at Studio Mars by Syed Arif Al Hoque.
Video Animated by Md.Ettashamul Haque & Shadman Shahriar Nowroz.
Encore – Niye Jao lyrics In Bengali:
Verse 1
ভেতরে জাগে না তোমাকে নিয়ে আর পিছুটান
অহংকারে অসম্মানে ক্ষয়েছো নিজের অবস্থান
তোমার সাথী হলে ক্ষতি কি?
আলোর চেয়েও বেশী তোমার গতি কি?
Pre-chorus
তোমার সাথে হিসেব চুকে আজ
যা বুঝার আমি বুঝে গেছি
Chorus
যা খুশি নিয়ে যাও
দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
ভেবেছিলে?
Verse 2
পেরিয়ে সকল সীমানা
শেকলে বেঁধে আমাকে
ভেবেছো আর হারাবে না
আসলে হেরেছো তুমি নিজে
একই পথে আগেও হেটেঁছি
এবার শুধুই যে একা তুমি
Pre-chorus
তোমার সাথে হিসেব চুকে আজ
যা বুঝার আমি বুঝে গেছি
Chorus
যা খুশি নিয়ে যাও
দূরে পালিয়ে যাও
তোমারই হাতে কি আমারই ধরণী?
ভেবেছিলে?
ENCORE Member:
Vocal – Shakib-ul Islam
Guitar – Yeamin Abrar
Guitar – Muzayed Imam Bishal
Drums – Mirza Sabir
Bass – Faiaz Bin Alam