Overall
Kichu Chaibona Lyrics LRB || কিছু চাইবো না ||1996 Indalo ||
Kichu Chaibona Song Cover by Indalo:
Music video by Indalo performing “1996” off the upcoming EP নতুন খামে পুরোনো চিঠি.
The single is a mishmash of the legends of LRB’s ‘Kichu Chaibona‘ and Ark’s ‘Sweetie’ – both of which were released in the year of 1996.
Original Credit:
- Kichu Chaibo Na – LRB/Ayub Bachchu
- Album – Screw Driver
- Lyric – Angel Shafiq
- Year – 1995
Audio credits:
- Produced by Indalo and Rakat Zami
- Recorded at Acoustic Artz and The Forge
- Mixed by Rakat Zami at The Forge
- Mastered by Tim Debney at Fluid Mastering
Kichu Chaibo na Lyrics In Bengali:
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
স্বপ্নেরা থাকবে চোখেরই পাতায়
হৃদয়ে থাকবে বিষাদের ছায়া
সবকিছু ভুলে আমাকেই ভেবে
খুঁজে নিও তুমি সেই ভালোবাসা
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
হয়তো আমি আর ফিরে আসবো না
স্বপ্নেরা থাকবে চির না দেখা
একাকী সময় কেটে যাবে কষ্টে
তবুও তো কখনো ছিল ভালোবাসা
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
Video Credits:
- DP/Director/Editor: Reehan Rahman
- 1st AD: Jubo Zubayer Hossain
- Assistant Directors: Shobuj, Risart Chowdhury
- Gaffer: Ruhul Amin
- Production: Deafrip Entertainment
- Special appearance: Pookie the dog