Joler Gaan
Joler Gaan – Kagojer Nouka Lyrics || কাগজের নৌকা লিরিক্স ||
Table of Contents
Kagojer Nouka Song by Rahul Anand:
Kagojer Nouka Song Is Sung by Rahul Anand from Joler Gaan Bengali Band Album Otol joler gaan.Kagojer Nouka lyrics In Bengali Written By Shawon Akond.
- Song: Kagojer Nouka
- Album: অতল জলের গান (Otol joler gaan)
- Band: Joler Gaan
- Song Writer: Shawon Akond
- Composer: Rahul Anand
Kagojer Nouka Song Lyrics In Bengali:
কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
চুপ চাপ ভাসিয়েছে জলে।
রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে।
সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে!
কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
জননী শব্দটার মানে।
সেই ঘর সেই বাড়ি,
দুষ্টুমি বাড়াবাড়ি—
তাঁর কথা কখনো শুনিনি
অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
ভালোবাসা মানেই জননী।
পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
রাতটা কাটে গানে গানে
রাতটা কাটুক গানে পানে…..
][সমাপ্ত][