Ads
Tabib Mahmud

I can’t breathe ( আই কান্ট ব্রেথআমি ) Lyrics || Tabib Mahmud & Rana || Gullyboy ||

I can’t breathe Song By Tabib Mahmud & Rana :

I can’t breathe Song Is Sung by Tabib Mahmud & RanaI can’t breathe Lyrics In Bengali Written by Tabib Mahmud.

Song : I can’t breathe

Artist : Tabib Mahmud & Rana Lyrics : Tabib Mahmud Music : LMG Beats DOP : Raihan Uddin Assistant DOP : Hojaifa Muzib AD : Ahsan Khandakar CFX : Abu Ubayda EngLish Subtitle : Kishor Ahmed Consultant : Himu Himaloy

I can’t breathe Song lyrics By Tabib Mahmud in Bengali:
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না | মানুষের মাঝে আজ প্রেম নেই কেনো কেনো ভরসা ভালোবাসা বিশ্বাস নেই কেনো দূষিত বাতাসে মৃত নিশ্বাস নেই কেনো বিষাক্ত নদীগুলো উর্মি হীন দেখো খাদ্যের মাঝে কেনো ফর্মালিন আসে নাদিন কেনো অভাবের সূর ছাড়া সাগরেভেলা ভাসে মুসাফির কূলহারা জানেনাকেউ আজ মানুষের কী কাজ নিজেকে মনে করে সাধুবাবা কবিরাজ কালগুনে ফুটেনা ফুল কেনো চিরচেনা ফাল্গুনে অক্সিজেন কিনে শ্বাস নিবে কতক্ষণ শিখে না কেউ কেনো জীবনের ব্যাকরণ জীবনের প্রয়োজন জীবনের খেলাঘরে কেনো এতোআয়োজন বিয়োজন শুদ্ধ ফুস ফুসে ক্যান্সার শ্বাসগুলো রুদ্ধ মানুষের মাঝে কেনো এত স্নায়ুযুদ্ধ? আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না ঢাকা থেকে কলকাতা লাহোর কি সিংহল অভাগা পরিযায়ী শ্রমিকের অঞ্চল গরীবের সম্বল দাও দাও জ্বলছে মানুষের হাতে আজ মানুষেরা মরছে এক দুই তিন তুমি কাল থেকে মাস্টার যদি কেউ কথা বলে ছুড়ে দিবে ডাস্টার ভুল করে কেনো তুমি বারবার চুন খাও চুলকানি পিঠে তুমি পেটে কেনো চুলকাও? মনেতে সাহসের সঞ্চারী পোহাবে রাত কবে বলে যাও পাঞ্জেরি দেখো নাশ্বাস নিতে পারছে না যাত্রীগণ করেছেনিজবুকে হিংসার বীজ বোপন ফোড়া উঠে পচে গেছে চারিদিকে হায় হায় মাঝে মাঝে মনে হয় দম বুঝি যায় যায় লুকিয়ে থাকি আমি হাত দিয়ে ধরি না নিঃশ্বাস ছোটো আমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না |
See also  Ki Manush Banaila Bhobe( কী মানুষ বানাইলা ভবে) Lyrics || Gullyboy Rana || Tabib || Ashraf || new bangla rap song 2020 ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button