Ads
Level Five

Room No 17 Lyrics || Level Five ||

Room No 17 Song By Level Five:

Song: Room no 17

Vocal: 

Lyrics: Ehsan kaizer

Room No 17 Lyrics In Bengali:

না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে

না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে

দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে,

খুজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে।

মোবাইলে মিলছেনা আর, ফোনও ধরছেনা আর

এককথা আর ভালো লাগছে না

দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে,

খুজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে।

 

তুমি আবার দেখো ভালো করে

সামনের হলের, দানে গিয়ে, বামের অনুসন্ধানে

মিলছেনা মিলছেনা না আর দুইয়ে দুইয়ে মিলছেনা আর

মিলছেনা মিলছেনা না আর ছবির মিলছেনা আর

মিলছেনা মিলছেনা না আর দুইয়ে দুইয়ে মিলছেনা আর।

রুম নো ১৭ লিরিক্স:

na nei, sekhane jake khuje chile tumi budhbare

na nei, sekhane jake dekhechile mongolbare

dekhechile hoyto take, bhul o hote pare,

khuje dekhte paro take room no soterote.

Related Song – Level Five: 

See also  Shuvro Probhat ( শুভ্র প্রভাত ) lyrics || Level Five Band ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button