Sina_Hasan
Koi Jao ( কই যাও ) Lyrics || Sina Hasan || Bangla Five Band ||
Koi Jao Song By Sina Hasan:
Song: Koi Jao
Lyrics, tune & vocal: Sina Hasan
Producing, composition, mix, master: Pavel Areen (Dhaka)
Bass: Mohini Dey, Shankha (Hippocket band, Kolkata)
Guitar: Sanjay Das (Coke studio India)
Accordion, Piano: Partha Paul (Mumbai)
Saxophone: ID (Mumbai)
Drums: Pavel Areen
Recordist: Anik Ahammed, Suman Parvez (Butter, Dhaka), Anish ( Sonic Sound, Kolkata), Pratik (Kolkata)
Studio (2013-2016): Yas Raj (Mumbai), Butter (Dhaka), Sonic Sound (Kolkata)
Release: March 2017
Koi Jao Lyrics In Bengali:
রাজ্যের সব আস্তাকুড়, প্রশাসনিক মস্তমুগুর, অথবা ধর রাজকন্যা, কিংবা কাজের বেটি ময়না
গলদঘর্ম সব দৌড়ায়- দৌড়ায় দৌড়ায় দৌড়ায়
এতো এতো মানুষ এতো এতো দৌড় কই যায়?
কই যায়? কই যায়? কই যায়?
তুমি কই যাও? আমি কই যাই? সে কই যায়? কই যায়?
লাইফটা নয় বেড অফ রোজ, আমার তাই লাগে রোজ রোজ, সোস্যাল ডোজ, মেন্টাল ডোজ, হাই ভোল্টেজ কেমিক্যাল ডোজ
প্রেমিকার হাত ছেঁড়ে সেবিকার খোঁজ সেও দেখি দৌঁড়ায়- দৌঁড়ায়
এতো এতো মানুষ এতো এতো প্রেম কই যায়?
কই যায়? কই যায়? কই যায়?
তুমি কই যাও? আমি কই যাই? সে কই যায়? কই যায়?
দৌড়ে দৌড়ে গ্রাম দৌড়ে শহর, দৌড়ে জন্ম আর দৌড়ে কবর, দৌড়ের ঘর একচালা সংসার, দৌড়ে চাঁদের জমি দৌড় যার যার
তোমার জানালায় কি ঝড় আসেনাই? আকাশ কি কখনো মেঘে ঢাকেনাই? তোমার কি কখনো ঘুম পায়নাই?
শালা মানুষ- ঘুমালেও দৌড়ায়
এতো এতো মানুষ এতো এতো ঘুম কই যায়?
কই যায়? কই যায়? কই যায়?
তুমি কই যাও? আমি কই যাই? সে কই যায়? কই যায়?