Ads
Samz vai

Obohela ( অবহেলা ) Lyrics || Samz Vai || Banglalyrics580 ||

Obohela Song By Samz Vai :

Song: Obohela
Singer: Samz Vai
Lyrics&Tune: Samz Vai
Obohela Lyrics (অবহেলা) By Samz Vai In Bengali:  
আমার সপনে আমার লেখা গানে
তুমি শুধু সেই মেয়ে,
কোথায় হারালে আমাকে ছেড়ে
বলোনা কোন সে দূরে।
আমারও একা থাকা আর ভালো লাগে না
কি করি তোমায় ছাড়া আমি কিছুই বুঝিনা।
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা,
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।
আর কত রাত এভাবে থাকবো
তুমি হিনা আর কতো রাত কাটাবো,
জানো না তুমি কেন বোঝোনা
কতটা বেসেছি ভালো।
কি ভুলে তুমি গেছো চলে
সব কিছু করে এলমেলো,
আহারে জীবন তুমি হিনা
কাটেনা আর আমার,
তোমারই মাঝে দেখেছি আমি
কতো সপনো হাজার..
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা,
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।
See also  তুমি আমার ভালোবাসা আধার ঘরের আলো লিরিক্স (Tumi Amar Adar Gorer Alo Lyrics)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button