Ads
Overall

Aami Aachhi ( আমি আছি ) Lyrics || Rupam Islam || Anupam Roy || From Dwitiyo Purush || Banglalyrics580 ||

Song : Aami Aachhi

Movie : Dwitiyo Purush
Singer : Rupam Islam
Music : Anupam Roy

Lyrics : Anupam Roy
Arragment and Guitar : Anupam Roy
Director : Srijit Mukherji
Cinematographer : Soumik Haldar
Presenters : Shrikant Mohta & Mahendra Soni
Produced By : SVF Entertainment Pvt. Ltd

Aami Aachi, Rupam islam, Anupam Roy,
Aami Aachi By Rupam islam


Aami Aachhi Song Lyrics In Bengali :

আমি  আছি, আমি আছি
কেন আড়াল করতে চাও?
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করে নাও…

আমি আছি, আমি আছি
হে….কেন হঠাৎ ভুলতে চাও?
তোমার রাত জাগা কবিতা
অন্তঃমিলে আমায় পাও…

জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজার টা ভুল,
ধরতে আমি চাই না, ধরতে হয়।

এখনো তুমি আমায় চিনতে চাও না
এখনো তোমার বাক্স ভরা ভয়,
এখনো তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়।

আমি আছি, আমি আছি
তোমার মোড়ের মাথার গান,
এ হে,
তোমার খুনো খুনির গলি
তোমার থেঁতলে যাওয়া প্রাণ।

আমি আছি, আমি আছি
তোমার প্রতি শোধের ভ্রুন,
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন।

জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজার টা ভুল,
ধরতে আমি চাইনা, ধরতে হয়।

এখনও তুমি আমায় চিনতে চাও না
এখনও তোমার বাক্স ভরা ভয়,
এখনও তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়।
___সমাপ্ত___

More Lyrics :
# Anupam Roy
See also  Lilabali Lyrics || লিলাবালি || Upcoming New Song || Jisan Khan Shuvo || Band Fanush ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button