Ads
Overall

Aaste (আস্তে) lyrics | Firoze Jong |

Aaste Song By Firoze Jong:

Song – Aaste
Band – Firoze Jong
Ratul Sinha – Vocals 
Hasin Aryan – Drums & Percussion 
Abtahi Iptesam – Guitar & Bass
Samin Yasar –  Guitar   

Aaste Song Lyrics In Bengali:

কোন শনিবার ফুটপাতে দাঁড়ায়ে
চুমুক দেই গরম চা’য়ে
পাশে সুবাতাস দিয়ে তুমি হেঁটে গেলে
প্রেম প্রেম ভাব জাগায়ে
 
ধরতে গেলে ফসকে গেলে
গণপিটুনি আছে কপালে
ওঠার আগেই কলার ধরে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস (২)
পরে রাতে এসে খুব ঝাঁকায়ে 
ঘুমিয়েছি ভোর রাতে
ঘুম থেকে উঠে বিবেকে আমার
পাপ পাপ বোধ জাগে
তোমার ছবি আমার মনে 
আর দুঃখ আমার হাতে
মরে যাব তারই আগে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস (২)
(ব্যাপক ফাংকি সোলো)
কোথায় তুমি (৪)
পরে আবার কোন শনিবারে
চায়ের কাপটা হাতে
মনের দুঃখে বুকের কষ্টে 
দুপুরেই চাঁদ জাগে
পাশ দিয়ে কে যেন আবার
হেঁটে যায় মুচকি হেসে
উঠতে যাবো তারই আগে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস (২)
See also  Tomar Naamer Gaan lyrics - Zakir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button