Ads
Owned The Band

Abahon ( আবাহন ) lyrics – Owned

Abahon Song By Owned Band:

  • Song: Abahon
  • Band: Owned
  • Lyrics – Siam Ibn Alam
  • Record label – Big Fuzz Records
  • Artwork – Ishmam Salim 
  • Additional Keys – Fuad Almuqtadir
  • Promotional partner – New Gen Rising

Abahon Song Lyrics In Bengali:

হঠাৎ একই শিহরণে ভেজা।

চোখের তারারা, নিভে না৷ 

হঠাৎ উড়ে এসে জ্বালিয়ে দাও দ্বিধা।  

চোখে চোখ ছুঁয়িয়ে।

শোনো এই ছোঁয়া ধ্বনি

শোনো, অনুভবে। 

দেখো এই মায়া ছবি 

দেখো, অনুভবে। 

ঘোলাটে এ চাঁদ, 

নাকি হ্যালোজেনের মায়া? 

কেটে যায় আবার, 

কুয়াশার এ চাদর। 

এই বাক্সে আঁটা মন, 

ডানা মেলছে আবার। 

উড়ে যায় কোথাও, 

কোনো এক অজানায়।

শোনো এই ছোঁয়া ধ্বনি

শোনো, অনুভবে। 

দেখো এই মায়া ছবি 

দেখো, অনুভবে।

See also  Bibhranto ( বিভ্রান্ত ) lyrics - Owned

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button