Abar Brishti Hobe Lyrics || Shusmita Anis and Minar Rahman||
Abar Brishti Hobe Lyrics by Minar Rahman:
Singer: Shusmita Anis and Minar Rahman
Lyrics, Tune, Composition: Minar Rahman
Piano: Minar Rahman
Music Arrangement: Sajid Sarker
Recording, Mixing & Mastered by: Sajid Sarker
Label: New Music Paradigm Company
Abar Brishti Hobe Song Lyrics in Bengali :
Verse # 01
হয়তো এক ভোরে
কোনো এক বিকেলে
আবার আমাদের দেখা হবে
গোধূলির আলোয় মুখোমুখি হয়ে
আবার আমাদের কথা হবে
Chorus # 01
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো
Bridge # 01
আমি তোমার মাঝে বৃস্টি হয়ে আবার ঝরতে চাই
আমি তোমার হাতের স্পর্শ হয়ে আবার বাঁচতে চাই
তোমার ওই দুটো চোখ জুড়ে কত গল্পের মায়া
অলিখিত সব কবিতা আজ দিশেহারা
Verse # 02
হয়তো জোছনা আকাশের বুকে
আবার আমাদের ডাকবে
হয়তো অন্ধকার অভিমান মুছে
আবার আলোতেই হাসবে
Chorus # 02
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো
Verse #01
In early morning or afternoon
May be we shall meet again
Illuminated by the setting sun
Face to face we will talk again
Chorus #01
Again along the known path
We will float in spring breeze
Like before, two of us will immerse ourselves
With love and laughter
And we shall see the city come alive again
Bridge #01
I want to be raindrops to touch you once again
I want to come alive again
With the touch of your hand
Your eyes convey the mystery of many tales
All unwritten poems are restless and eager to emerge
Verse #02
May be the moonlight sky will call us once again
May be the dark troubles will light up again with smiles
Chorus #02
Again along the known path
We will float in spring breeze
Like before, two of us will immerse ourselves
With love and laughter
And we shall see the city come alive again