Abar brishti namlo Lyrics ||আবার বৃষ্টি নামলো লিরিক্স || Rishi Panda ||
Abar brishti namlo tomader kothay Song By Rishi Panda:
Abar brishti namlo tomader kothay Song Is Sung by Rishi Panda.Dupurer klanto baron kobitar khatay lyrics In Bengali Written By Rishi Panda.
- Song: Abar brishti namlo tomader kothay
- singer: Rishi Panda
- Music: Rishi Panda
- Lyrics: Shankhadip Paria
- Illustration & Animation: Rishi Panda
Vije Jay Alo Vije Jay Kotha
Veja Veja Joto Oviman
Klanto Bikele Bristir Jole
Veja Onuronner Tan
Boi Er Fake Lukono Tomake
Cinte Shekhar Obosan…
Abar brishti namlo tomader kothay Song Lyrics In Bengali :
আবার বৃষ্টি নামলো তোমাদের কোথায়
দুপুরের ক্লান্ত বারণ কবিতার খাতায়
রাস্তার চোখ জলে ভাসে ধূসর প্রহরে
ভেজা গান ভিড় করে আসে অন্য শহরে
তাই ক্যাফিনের ধোয়া মাখা তারে আলগোছে গান
শহরের ভেজা অভিসারে ভেজা এই গান
ভিজে যায় আলো ভিজে যায় কথা
ভেজা ভেজা যত অভিমান
ক্লান্ত বিকেলে বৃষ্টির জলে
ভেজা অনুরনণের টান
বই এর ফাঁকে লুকোনো তোমাকে
চিনতে শেখার অবসান
আবার বৃষ্টি থামলো তোমাদের কোথায়
আকাশের কালশিটে রং কবিতার খাতায়
সন্ধ্যের বুকে মাথা রেখে রাস্তারা কাঁদে
ভেজা পায়ে ছাদ থেমে আসে মেঘ মাখা চাঁদে
তাই পেয়ালার তলানি তে থাক আলগোছে গান
শহরের ভেজা অভিসারে ভেজা এই গান
][ সমাপ্ত ][