Ads
Folk_Song

ahare khodar banda ( আহারে খোদার বান্দা ) lyrics ||

ahare khodar banda Song By Animes Roy:

Song: ahare khodar banda

lyric&tune: collected

singer: Animes roy

dubki: Nayon roy

ahare khodar banda lyrics in Bengali:

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

টাকা পয়সা জমিদারী

করিতেছ বাহাদুরিরে

টাকা পয়সা জমিদারী

করিতেছ বাহাদুরিরে

ওরে ভুলে গেছ বাপ মা নামই রে

ভোলা মন…

ওরে ভুলে গেছ বাপ-মা নামই ভুলে গেছ এই দুনিয়ার

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

যৌবনে লাগিবে ভাটি

গায়ের রক্ত হবে পানি রে

যৌবনে লাগিবে ভাটি

See also  Ami morle jeno pai ( আমি মরিলে যে'ন পাই ) Lyrics || Fokir Saheb ||

গায়ের রক্ত হবে পানি রে

ওরে বুড়ায় যখন লাঠি ধরে যায়

ভোলা মন…

ওরে বুড়ায় যখন লাঠি ধরে ধীরে ধীরে যায়

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

আহারে খোদার বান্দা

কার প্রেমে আছ আন্ধা

একদিন তোর হবে আন্ধার

সেইদিন ভবে বোঝা দায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button