Aji Jhoro Jhoro Mukhoro ( আজি ঝরো ঝরো মুখর ) lyrics || Rabindranath Tagore ||
Table of Contents
Aji Jhoro Jhoro Mukhoro Badolo Dine Lyrics:
Aji Jharo Jharo Mukhoro sung by Debangana Sarkar from the album Apana Bhulia – Debangana Sarker.
Song Credit:
- Song: Aji Jharo Jharo Mukhoro
- album Title: Apana Bhulia – Debangana Sarker
- Artist: Debangana Sarkar
- Music Director: Rabindranath Tagore
- Lyricist: Rabindranath Tagore
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে – রবীন্দ্র সঙ্গীত:
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন
যে মন লাগে না ॥
ঝরো ঝরো মুখর বাদলদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে।।
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে…
মন চায়মন চায়…
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে…
মন চায়মন চায়…
ওই বলাকার
পথখানি নিতে চিনে॥
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান
বাজে ঝরনার গান।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার
খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে…
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে।।
জানি নে, জানি নে কিছুতে কেন
যে মন লাগে না ॥
ঝরো ঝরো মুখর বাদলদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে।।