Ads
Samz vai

Ajo Ami Tahare Khuji (আজো আমি তাহারে খুজি) lyrics by Samz Vai ||

Ajo Ami Tahare Khuji Song by Samz vai:

Ajo Ami Tahare Khuji (আজো আমি তাহারে খুজি) lyrics by Samz Vai ||

 

  • Song: Ajo Ami Tahare Khuji
  • Artist: Samz Vai
  • Music & Lyrics: Samz Vai

Ajo Ami Tahare Khuji Song Lyrics By Samz Vai in Bengali:

যখন রাত নিঝুম থাকে…
মরটা ভিবর কল্পনাতে।
এ কেমন অনুভুতি বুঝি না,
জরাই বুকে কার সে মায়া।
বোকটা পুড়ে মুখের দেখা,
চাই যে তারে এ ভুবনে।
কেন আসে কল্পনাতে,
বিধাতার এ কি নয়তি বুঝি না।
মন পুড়ে একলা ঘরে,
কেউ দেখে না এই শহরে….
যে যার মত আছি কেউ কার খবর রাখে না।
আজো আমি তাহারে খুজি ইইইই।
মানুষের চোখের আড়ালে…
সে ত আর নেই আমাতে….
হারিয়েছে স্রুতের খেয়ালে।
তারে এত কিছু দেওয়ার পরেও,
আপন হইলো না।
তারে ভালবাসার মায়া দিয়াও রাখতে পারি না,
চোখের জলের মুল্য কত শুধু,
বালিশ টাই জানে….
আজও আমি তাহারে খুজি,
মানুসের চোখের আড়ালে….
সে তো আর নেই আমাতে।
হারিয়েছে স্রুতের খেয়ালে,
আজ আমি তাহারে খুজি
][ সমাপ্ত ][
See also  সে তো আর আসেনা ভালো সে তো বাসে না লিরিক্স (seto ar asena valo to bashe na lyrics)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button