Alor Shohor Lyrics by Rupam Islam
Table of Contents
Alor Shohor Lyrics by Rupam Islam :
Alor Shohor Song Is Sung by Rupam Islam from Abar Bochhor Koori Pore Bengali Movie. Music Composed by Ranajoy Bhattacharjee. Alor Shohor Lyrics Written by Tamoghna Chatterjee. Song Mixing and mastering by Anirban Ganguly.
Abar Bochhor Koori Pore Bengali Movie Cast : Abir Chatterjee, Arpita Chatterjee, Tanushree Chakraborty, Rudranil Ghosh And Others.
Song : Alor Shohor
Singer : Rupam Islam
Music : Ranajoy Bhattacharjee
Lyrics : Tamoghna Chatterjee
Backing vocals : Shaoni Majumdar & Ranajoy Bhattacharjee
Vocals recorded by : Prasenjit Chakraborty
Director : Srimanta Senguptta
Presented by : Pramod films and PSS Entertainments
Produced by : Prateek Chakravorty, Soumyya Sarkr
& Animesh Ganguly
Story & Screenplay : Srimanta Senguptta &
Monali Sen Choudhury
Label : Innovative Music
Alor Shohor Song Lyrics In Bengali :
হাওয়ায় হতাশা ওড়ে
পুড়ে কিছু স্বপ্নের ছাই,
যে আগুন বুকে চাপা
সে আলোয় পথ হেঁটে যাই।
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।
যখন হোঁচট খেয়ে থমকে দাঁড়ায়
চোখ গুলো,
যখন ট্রাফিক জুড়ে থেমে থাকে
ঝড়ো গতি সব,
তখনও তোমার সাথে অগুন্তি রাত
হেঁটে ধূলো,
কারণ জীবন জানে ফিরে আসাটাই
উৎসব ..
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।
স্বপ্ন জ্বালাবো বলে জড়ো করি
সব খড়কুটো,
চাঁদের পাহাড় আছে আঁধারেও
দেখি একফালি,
হাজার স্বপ্ন চোখ রেখে গেছে
খোলা চিরকুটও,
যে হাত দিয়েছে বাধা
কাল তারা দেবে হাততালি ..
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।