Ads
Overall

Amader Prithibi (আমাদের পৃথিবী) lyrics – Salekin |

Amader Prithibi (আমাদের পৃথিবী) song lyrics By Salekin :

  • Song: Amader Prithibi (আমাদের পৃথিবী)
  • Album: Joy Hok
  • Lyric, Tune, Composition: Salekin 
  • Recording: Shafiquzzaman Shaon    
  • Mixing, Mastering: Salekin 
  • Studio: SNR Studios 
  • Illustration, Animation, Video edit: Gowtom Das Gupta
  • Audio Artwork: Mehedi Hasan Ayon
  • Special Thanks: Tanzir Ahmed Shuddho, Junaid Miaje, Mahin Choudhury, Shovon Ashraf

Amader Prithibi song lyrics in Bengali:

একটা বোবা মেয়ে কাঁদছে বসে

তার ঘরের ছোট্ট জানলাটায়।

ভাবছে মনে অবিরত

মানুষ কেন দানব হয়ে যায়?

সদ্য জন্ম নেয়া কুকুর ছানার

গাড়ির চাপে মগজ থেতলে যায়

গাছে গাছে ফেরা উচ্ছল বানরের দল

বিষ মাখা ভাতগুলো চেটে খায়

পারে না, মা হাতিটা পারে না

পাকস্থলী নিঃশেষ হয়ে যায়।

বোবা মেয়েটা বুঝতে পারে না

মানুষ কেন দানব হয়ে যায়?

এক অবাক বাবা তাকিয়ে দেখে

See also  Chayashongi ( ছয়া সঙ্গী ) lyrics || Karma Band ||

সাত বছরের কন্যার দেহটায়

এক মানব শকুন খুবলে নিল

ফুটফুটে প্রাণ নিথর পড়ে রয়

গাল বেয়ে গড়িয়ে যায় নোনা জল

হাহাকার কোন শাসন মানে না।

এত নিষ্ঠুর, এত নির্দয় মানুষ হয়

বাবা তা বুঝতে পারে না।

এক শিশু ডলফিন রোদ পোহাচ্ছে

সাগর পাড়ে বালুকা বেলায়

সে আটকা পড়ে জালের ভেতর

ছুরির ধারে বুকটা চিরে যায়।

মা ডলফিন খুঁজে পায় না

কোথায় গেলি আমার বাছা হায়?

অভিমানী ছেলে ভাবছে বসে

ভাবনাগুলো কান্না হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button