Samz vai
Amar mone jare chai by Samz Vai||আমার মনে যারে চাই||Bangla Lyrics||
Song Name : Amar mone jare chai
Singer : Samz Vai
আমার মনে যারে চাই সেতো
আমায় বুঝেনা
আমারে ছাইড়া কার প্রেমে হয়লো দিওয়ানা গো….
আমায় ছাইড়া কার প্রেমে হয়লো দিওয়ানা
ওরে মন মনরে বুঝিস না কেনো হায়
সেতো আর আসিবে না ফিরে
সেতো সুখ খুজে বেড়ায়
নতুন কোন মানুষেরই মাজারে
আসি বলে গেল বন্ধু আইলো না গো..
আসি বলে গেল বন্ধু আইলো না
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইল না
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইল না
আসি বলে গেল বন্ধু আইলো না গো..
আসি বলে গেল বন্ধু আইলো না
কিওন কি
তুম হি হো
আব তুম হি হো
জিন্দেগি আব তুম হি হো
চ্যায়েন ভি
মেরা দার্দ ভি
মেরি আশিকি আব তুম হি হো…।
ওও…
কষ্টের পৃষ্ঠা গুলো উল্টায় দিতে পারি নারে
হাজারো চেষ্টা করলেও আকরে থাকে
আমায় ঘিরে
কি জানি কি হয়লো আমারেই
মনের ঘরে
বার বার কেনো তাহার কথা আমার মনে পরে
ভালবাসা একদিন টিকি মিথ্যা
হয়ব বুইঝা গেছি
তোমারি প্রেমে হুদাই পা আমি বাড়ায় দিছি
আমারি সান্ত্বনা কে দিল তুমি ছাড়া
তোমায় ছাড়া হইয়া যাব পাগলপারা।
আমার মনে যারে চাই সেতো
আমায় বুঝেনা
আমারে ছাইড়া কার প্রেমে হয়লো দিওয়ানা গো….
আমায় ছাইড়া কার প্রেমে হয়লো দিওয়ানা
ওরে মন মনরে বুঝিস না কেনো হায়
সেতো আর আসিবে না ফিরে
সেতো সুখ খুজে বেড়ায়
নতুন কোন মানুষেরই মাজারে
আসি বলে গেল বন্ধু আইলো না গো..
আসি বলে গেল বন্ধু আইলো না
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইল না
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইল না