Ads
Rupam Islam

Amar pujo ( আমার পুজো ) Lyrics || Rupam Islam ||

Amaar Pujo Song By Rupam Islam: 

Amaar pujo Song Is Sung by Rupam Islam.Amaar Pujo Lyrics In Bengali Written by Rupam Islam.

  • Written, composed & performed by Rupam Islam

  • Music produced by Shibasish Banerjee 

  • Guitar by Sugata Roy Palodhi

  • Backing vocals by Srjita Mitra & Shibasish Banerjee

  • Mixed & mastered by Prasenjit ‘Pom’ Chakrabutty


 আমার পুজো লিরিক্স- রুপম ইসলামঃ



Bandhura apaekhay

Abar ekta bchhor kete jay
Abar ekta pujo hat baray
Fire chay, fire chay. . .

 Ekhon Debanjan, thake dure Aaj
Titli tar faka mon jure,
 Shabnam-Arko achhe gaaner sure, 
Ora dakchhe Bondhu fire aay
 Pujo manei anando, bhalolaga, bhalobasa
 Mithe shorot kaler gondho makha Notun jama juto sharee, Koto rastay diye pari,
 Chhilo badhon chhara pujor moja Ekhon bondho sb, Stobdho miloner utsob,
 Vabe eka Shubhashree, korbo ki!?

 Tomar batase, Mishe achhe 
amar pujo Tumi chailei pabe, 
amay Shudhu ektu khujo. 
Amar pujo, Amar pujo Amar pujo, Amar pujo.

Amaar Pujo Song Lyrics in Bengali:

বন্ধুরা অপেক্ষায়

আবার একটা বছর কেটে যায়

আবার একটা পুজো হাত বাড়ায়

ফিরে চায়, ফিরে চায়. . .

 এখন দেবাঞ্জন, থাকে দূরে আজ

তিতলি তার ফাঁকা মন জুড়ে,

শবনম-অর্ক আছে গানের সুরে,

ওরা ডাকছে বন্ধু ফিরে আয়

পুজো মানেই আনন্দ, ভালোলাগা,

ভালোবাসা মিঠে শরৎ কালের গন্ধ মাখা

নতুন জামা জুতো শাড়ি,

কত রাস্তায় দিয়ে পাড়ি,

ছিলো বাঁধন ছাড়া পুজোর মজা. . .

এখন বন্ধ সব, স্তব্ধ মিলনের উৎসব,

ভাবে একা শুভশ্রী, করবো কি!?

তোমার বাতাসে,  মিশে আছে

আমার পুজো তুমি চাইলেই পাবে,

আমায় শুধু একটু খুঁজো। 

আমার পুজো, আমার পুজো আমার পুজো, আমার পুজো. . . ব্যালকনিতে দাড়াই, আকাশ দেখি

আজও তোমার আকাশ আমার আকাশ

একই ওই আকাশে বন্ধু,

নাম ভাসালে পুজোর আনন্দ

রং-মশাল জ্বালে ওই রং-মশাল বলে,

অসুখী দিন যাবে চলে,

একটা ইমোজি বলে,

অসুখের দিন যাবে চলে,

আমাদের আনন্দ হবেই হবে স্বাধীন সবার পুজো,

আমার পুজো তাই আমরা করবো জয়

একদিন হবে নতুন সূর্যোদয় একদিন ভুলে সব

অসুখের ভয় একদিন যেমন করে সকাল হয় 

একদিন তোমার বাতাসে,  মিশে আছে 

আমার পুজো তুমি চাইলেই পাবে,

আমায় শুধু একটু খুঁজো।

আমার পুজো, আমার পুজো আমার পুজো, আমার পুজো. . . তোমার বাতাসে,  মিশে আছে

আমার পুজো তুমি চাইলেই পাবে,

আমায় শুধু একটু খুঁজো।

আমার পুজো, আমার পুজো আমার পুজো,

আমার পুজো আমার পুজো,

আমার পুজো আমার পুজো, আমার পুজো

Amaar Pujo | Xiaomi West Bengal | Rupam Islam | Durga Pujo 2020:

See also  Fossils - Ekla Ghor ( একলা ঘর ) Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button