Overall
Ami Tomar E Oshukh Chena ( আমি তোমারই অসুখ চেনা ) Lyrics || Ishan Mitra ||
Table of Contents
Ami Tomar E Oshukh Chena Song By Ishan Mitra:
Ami Tomar E Oshukh Chena Song is Sung By Ishan Mitra From Charitraheen 3.Ami Tomar E Oshukh Chena song Lyrics In Bengali Written By Debaloy Bhattacharya.
Ami Tomar E Oshukh Chena Song By Ishan Mitra In Bengali Lyrics:
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে নানা কথা জানা
শুনেছি তার রাত কাবার
বুনো ফুল ঝরেনি বিষাদ বন্দরে
আছিলা তার ভুল বোঝাবার
ছুঁয়ে থাকা মৃতদেহ ছিল অন্দরে
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
তুলনাহীনা, ঠোঁট ফাটে না
রাতবিরেতে নীল মলাটে জমায় দিনগোনা
তুলনাহীনা, পথ চলা না
ধুলো পাহাড়ে উড়োজাহাজে ঝাপসা বেদনা
বাগিচা তার বোগেনভেলিয়ার
বুনো ফুল ঝরেনি বিষাদ বন্দরে
আছিলা তার ভুল বোঝাবার
ছুঁয়ে থাকা মৃতদেহ ছিল অন্দরে
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা