Ads
Overall

Andho Kore Dao ( অন্ধ করে দাও ) Lyrics || Debdeep Mukhopadhyay||

Andho Kore Dao Lyrics by Debdeep Mukhopadhyay :

Andho Kore Dao Song Sung by And Music Composed by Debdeep Mukhopadhyay.

  • Song : Andho Kore Dao
  • Vocal & Music : Debdeep Mukhopadhyay
  • Video By : Anamitra
  • Recording : Eflat studio 

Andho Kore Dao Song Lyrics In Bengali :

উড়বো বলে ঝাঁপ দিয়েছি 

মরবো না কে জানে,

এই আমায় দেখে হঠাৎ এমন 

চমকে ওঠার মানে

সে তো সবাই জানে, 

সবাই জানে অঙ্ক কঠিন 

মিলবে না একটাও, 

সবাই জানে অঙ্ক কঠিন 

মিলবে না একটাও, 

আমার তোমায় দেখে 

আশ মেটে না,

কোথায় যাবে যাও,

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

আমার দৃষ্টি কেড়ে নাও গো 

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

তুমি তো সব দাও গো আমায়

See also  Tumi Amar Emoni Ekjon (New Version) ft. Neru |Tribute to Salman Shah|Shabnur|Anondo Osru Cover 2020 |Banglalyrics580|

অন্ধ করে দাও। 

মন ভেঙে দাও, মন ভেঙে দাও 

পাহাড় থেকে ঠেলে,

আমি খুন-খারাবি চাই না এমন 

এমন মনখারাপে পেলে,

কেমন বেয়াক্কেলে,

বেয়াক্কেলের শুনলে কথা 

জ্বলবে তোমার গা ও,

বেয়াক্কেলের বড্ড জ্বালায় 

আর একটা গান গাও,

আমি জ্বলবো তবু ছাই হবো না 

সেই বাঁশি বাজাও,

আমায় পাগল করে দাও 

এবার পাগল করে দাও, 

ওই উড়ন্ত সব নেশার মতো 

পাগল করে দাও,

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

ওগো তুমি তো সব দাও গো আমায়

অন্ধ করে দাও,

আমার দৃষ্টি কেড়ে নাও

আমায় অন্ধ করে দাও,

ওগো তুমি তো সব দাও গো আমায়

অন্ধ করে দাও,

আমায় পাগল করে দাও 

আমায় পাগল করে দাও,

ওগো তুমি তো সব দাও গো আমায় 

পাগল করে দাও। 

প্রায় লক্ষ্য বছর ঘুম আসেনি 

জল জোটেনি ঠোঁটে,

তুমি আমার পেটে মারলে লাথি 

রাগ হবে না মটে,

আমি ফুল ফোটাবো,

See also  Biprotip ( বিপ্রতীপ ) Lyrics - Lalon Band | Sumi | Banglalyrics580 |

এবারে ফুল ফোটাবো না হূল ফোটাবো 

কোনটা তুমি চাও?

ফুল ফোটাবো না হূল ফোটাবো 

কোনটা তুমি চাও?

খেলাতে বারণ চোখের পলক ফেলা 

চোখের জল আটকাও,

আমায় ধ্বংস করে দাও 

এবার ধ্বংস করে দাও 

ওগো তুমি তো সব দাও গো আমায় 

ধ্বংস করে দাও,

আমায় পাগল করে দাও 

আমায় পাগল করে দাও,

উড়ন্ত সব নেশার মতো 

পাগল করে দাও,

অন্ধ করে দাও,

আমার দৃষ্টি কেড়ে নাও

ওগো তুমি তো সব দাও গো আমায় 

অন্ধ করে দাও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button