Samz vai
Ar Hobe Na Tor sate khota Bhola ( আর হবে না তোর সাথে কথা বলা )||lyrics By Samz Vai ||Sad Song||Bangla Lyrics||
Song Name : Ar Hobe Na Tor Sate Khota Bola
Singer : Samz Vai
Lyrics : Samz Vai
আর হবে না তোর সাথে কথা বলা,
আর হবে না তোর সাথে পথ চলা
আর হবে না তোর সাথে কথা বলা
আর হবে না তোর সাথে লুকচুরি খেলা
তুই থাকবি তোর মতো,অন্য কে নিয়ে ব্যস্ত
স্মৃতিগুলো আমায় কাঁদাবে
হৃদয় পুরে হবে ক্ষত
ভালবাসা ছিল যত,সবি রয়ে যাবে আড়ালে।
বুঝলি না বুঝলি না বুঝলি নারে
চেয়েছিলাম আমি কতটা তোকে
চায় তোর আর মনে নাই আমার কথা
তোর নামে লিখি আজও হাজার কবিতা
একা বসি নিরালাই
মন ছুটে তোর পারায়
বুঝি না এ কি অনুভুতি হায়
চোখের জলে বাসচে বুক,
তোর কাছে লাগছে সুখ
তবুও মন আমার হারায় অজানায়
আমি বুঝি না রে বুঝি না কেন হয় যে এমন
তোর লাগিয়া আজও কান্দে আমার পুরা মন
তুই থাকবি তোর মতো,অন্য কে নিয়ে ব্যস্ত
স্মৃতিগুলো আমায় কাঁদাবে
হৃদয় পুরে হবে ক্ষত
ভালবাসা ছিল যত,সবি রয়ে যাবে আড়ালে।
বুঝলি না বুঝলি না বুঝলি নারে
চেয়েছিলাম আমি কতটা তোকে
চায় তোর আর মনে নাই আমার কথা
তোর নামে লিখি আজও হাজার কবিতা
>>> সমাপ্ত <<<