Ads
Minar

Ari-আড়ি || Minar Rahman ||

Ari Song By Minar Rahman:

  • Song Name :Ari ( আড়ি )
  • Singer : Minar Rahman
  • Album : Ari

Ari song Lyrics In Bengali:

বন্ধু তুমি হয়তো ভুলে আছ আমায়
আমিতো এখনও পারিনি
এলোমেলো এই মনটা তোমার
অগোচরে জানি আমায় খোঁজে
তবুও কখনও বলোনি
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারিনা
জানি কাছেই আছো
উপলব্ধি করি না
তবু স্বপ্ন দেখি একদিন দু’জনে আকাশ ছোঁব
বিষন্নতার সাথে আড়ি নেব
কোন এক শরতের বিকেলে
চিরচেনা কোন মোহের ভীড়ে
এখনও হয়তো একা ভাবছ আমায়
বৃষ্টির রিমঝিম শব্দে
এখনও কি তুমি আঁকছ ছবি
ভবঘুরে সেই নীল ক্যানভাস আমার কবি
কবিতার সব পঙক্তিগুলো
অকারনে বড় অবাঞ্ছিত
প্রিয় সুরগুলো কেমন যেন অপরিচিত
জোছনার সাথে সঙ্গী হয়ে
দেখ একা আমি হাঁটছি আজও
সুখী হবো বলে খুঁজছি তোমায় প্রতিনিয়ত

See also  আরো একটু দূরে দূরে লিরিক্স (aro ektu dure dure lyrics)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button